আখাউড়ায় করোনা আইন অমান্যকারী ক্রেতা-বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৬ কাপড় ব্যবসায়ি ও ৪ মহিলা ক্রেতাকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান খোলা রেখে পালিয়ে যাওয়া আরো ১১ ব্যবসায়ির দোকানে তালা জুলিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা। উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী।
কাপড়ের দোকানদার মিন্টু মিয়া, মজিবুর রহমান, আনোয়ার মিয়া, আলমগীর মিয়া নামক চার ব্যবসায়ির প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা, সবুজ মিয়া ও সফিক মিয়া নামক দুই ব্যবসায়ির প্রত্যেককে ১ হাজার করে ২ হাজার টাকা এবং ফাতেমা আক্তার, সুপা বেগম, জান্নাত আক্তার ও আসমা বেগম নামক ৪ ক্রেতার প্রত্যেককে ৫০০ টাকা করে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দোকান খোলা রেখে পালিয়ে যাওয়া ১১ ব্যবসা প্রতিষ্ঠানে তালা জুলিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা জানায়, করোনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে। কেউ করোনা আইন অমান্য করে দোকান খোলা রাখলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com