আখাউড়ায় মাদক সেবন করে পূজা মন্ডপে প্রবেশ করায় পলাশ দাস (২৫) ও টিটু দাস (২২) নামে দুই মাদকসেবী ভাইকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকালে পুলিশের সহযোগীতায় আখাউড়া আমোদাবাদ পূজা মন্ডপে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।
দন্ডপ্রাপ্তরা হল আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের দাসপাড়ার পিছন দাসের পুত্র।
জানাগেছে, সাজাপ্রাপ্তরা আজ সোমবার বিকালে আখাউড়া উত্তর ইউনিয়নের দুর্গাপূজার মন্ডপে মাদকসেবন করে আইন শৃংখলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশের সহযোগীতায় আখাউড়া উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজাপ্রাপ্তদের আটক করে। পরে মাদকসেবনের দায়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ের প্রত্যেকের আরো ৫ দিন করে কারাদন্ড দেয়া হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা জানায়, দুর্গাপুজায় কেউ মাদক সেবন করে প্রবেশ করতে পারবে না। কেউ চেষ্টা করলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে শাস্তি প্রদান করবে। পূজায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com