ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড

রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ১২:০৭ পূর্বাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড
akhauranews.com

আজ শনিবার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মো: মাসুম (২৮) নামে এক মাদকসেবীকে কারাদন্ড দেয়া হয়েছে। পুলিশের সহযোগীতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।


জানাগেছে, আজ বিকালে ভ্রাম্যমাণ আদালত ধরখার পুলিশ ফাড়ির সদস্যদের সহযোগীতায় আখাউড়া ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নিজ হেফাজতে এক পিস ইয়াবা রাখার দায়ে ধরখার গ্রামের মো: ইউসুফ মিয়ার পুত্র মো: মাসুমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত মাসুমকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, উপজেলা প্রশাসনের মাদক বিরোধী এই অভিযান অব্যহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!