ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ির এক বছরের কারাদন্ড

সোমবার, ২২ জুলাই ২০১৯ | ৯:৪৪ পূর্বাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ির এক বছরের কারাদন্ড

গতকাল রোববার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মেজবাহ উদ্দিন শাকিল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ির এক বছরের কারাদন্ড হয়েছে। আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া  উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম শরীফুল হক।


জানাগেছে,গতকাল রোববার দিবাগত রাত ৮টায় আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় আজমপুর রেলওয়ে কলোনী এলাকা থেকে মেজবাহ উদ্দিনস শাকিলকে ২৫০ গ্রাম গাজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত মেজবাহ উদ্দিন গাজীপুর জেলার টঙ্গীর এলাকার বাসিন্দা।


নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে,এম শরীফুল হক জানান, মাদক রাখার দায়ে ভ্রাম্যমান আদালত আটককৃত মেজবাহ উদ্দিনকে এক বছরের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!