গতকাল রোববার বিকালে আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ বেকারী ব্যবসায়িকে জরিমানা করেছে। আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, কে, এম শরীফুল হক।
জানাগেছে, রোববার বিকাল সাড়ে ৪টায় মোগড়া বাজারের বিসমিল্লাহ, সততা ও ডলফিন নামে তিনটি বেকারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এই তিন বেকারী মালিককে ভোক্তার অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম, উপজেলা ভুমি অফিসের নাজির মো: কামাল উদ্দিনসহ আখাউড়া থানা পুলিশ।
ভোক্তার অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, একে, এম শরীফুল হক জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com