আজ শুক্রবার সকালে আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাংস ও মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে,এম শরীফুল হক।
জানাগেছে, আজ শুক্রবার সকাল ৬টায় আখাউড়া ধরখার ইউনিয়নের তন্তর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে মাংস রাখা, পচা মাছ বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে ৫ মাংস ও ১ মাছের দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সহকারী স্যানিটারি ইন্সপেক্টর মো: নাজমুল হক টিপুসহ আখাউড়া থানার পুলিশ।
ভোক্তার অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্টেট এ,এক,এম শরীফুল হক জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com