ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শুক্রবার, ১০ মে ২০১৯ | ৯:০৯ অপরাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রয়েছে।


আজ শুক্রবার বিকালে আখাউড়া পৌরসভার সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৫ ব্যবসা প্রতিষ্ঠান ও এক মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।


জানাগেছে, আজ বিকাল সাড়ে ৪টায় আখাউড়া পৌরসভার সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় খাবার অযোগ্য খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে ৫ ব্যবসায়িকে ভোক্তার অধিকার আইনে এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এক মোটরসাইকেল আরোহীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার অধিকার সংরক্ষনে ভ্রাম্যমাণ আদালতের এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!