আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে সোহেল মিয়া (১৯) ও ফারুক মিয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়িকে কারাদন্ড দেয়া হয়েছে। আজ সোমবার চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট জেসমিন সুলতানা।
জানাগেছে, আজ সোমবার রাত ৯টায় আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক সহযোগিতায় বড় বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে। তল্লাশি ও অভিযানের সময় সোহেল মিয়া ও ফারুক মিয়া নামে দুইজনকে গাজাসহ আখাউড়া পৌরসভার বড় বাজার থেকে ভ্রাম্যমান আদালত আটক করে । নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক এই দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com