ব্রেকিং

x

আখাউড়ায় ভুমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯ | ৩:২৯ অপরাহ্ণ

আখাউড়ায় ভুমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সপ্তাহ ব্যাপী ভুমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ মাঠে এই সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।



সেবা সপ্তাহের শুরুতেই বিকাল ৫টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সহকারী কমিশনার ভুমি এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুমির অফিসের নাজির কামাল উদ্দিন, সার্ভেয়ার মো: মোক্তার হোসেন, ভুমি সহকারী কর্মকর্তা জামাল উদ্দিন. মফিজুল কবির, জাকির হোসেন, রফিকুল ইসলাম, ভুমি-উপসহাকরী কর্মকর্তা নাজনীন আক্তার, মনির হোসেন, রাসেল মিয়া, জারীকারক সোলেমান মিয়া  প্রমুখ।


এই সেবা সপ্তাহ উপলক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে ভুমির নামজারী ও মিস কেইসসহ ভুমি সংক্রান্ত সমস্ত কাজকর্ম করছে স্থানীয় ভুমি অফিসগুলো। জনগণের সুবিধার্থে উপজেলা পরিষদ মাঠে একটি সেবা কেন্দ্র চালু হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!