ব্রেকিং

x

আখাউড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৪:১৭ অপরাহ্ণ

আখাউড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আখাউড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডের অবহিতকরণ ও পরিকল্পনা সভা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন সফিক আলেয়াসহ স্থানীয় সরকারী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরাগণ।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আগামী ২২ জুন সারাদেশের মত আখাউড়া উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ১ম রাউন্ড অনুষ্ঠিত হবে। উক্ত ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল, ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে দুইটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে বার্তা প্রচার করা হবে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার চিকিৎসার জন্য মনিটরিং টিম গঠন করা, সঠিক ভাবে আইপিসি সম্পন্ন করা এবং ওয়ার্ড ভিত্তিক শিশুর তালিকা সংরক্ষন করা হবে।


আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আকবর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাহতাব মিয়া ও কাজী কেফাত উল্লাহ প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!