নুরুন্নবী ভুইয়া:
ভাষার মাস ফেব্রুয়ারীর প্রথম দিন আজ সোমবার আখাউড়ায় কবিতা উৎসব ও ভাষা সৈনিক মিয়া মতিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ নুর-এ-আলম।
মাতৃভাষার জন্য যারা জীবন দেয়
তারা কেমন মানুষ
আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে-
এই লাইন তিনটিকে সামনে রেখে কবিতা উৎসব শুরু হয়। একাডেমির শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি শৈলীতে মুগ্ধতা ছড়ায়, পরে সংগীত পরিবেশন শেষে ভাষা সৈনিক মিয়া মতিনকে সংবর্ধনা দেয়া হয়।
কবিতা উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো: খোরশেদ আলম, মৎস্য কর্মকর্তা রেজাউল করিম মানিক, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও একাডেমির সদস্য জুটন বনিক, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও একাডেমির আজীবন সদস্য নুরুন্নবী ভুইয়া, সদস্য স্বপ্না সিফাত, দ্বিলীপ কুমার, অধ্যাপক কামাল উদ্দিন, একাডেমির আজীবন সদস্য সাংবাদিক জালাল হোসেন মামুনসহ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com