নুরুন্নবী ভুইয়া:
আখাউড়ায় ভারত ফেরত দুই যাত্রীসহ ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে আজ বুধবার তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে সূত্রে এই তথ্য জানাগেছে।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্রে জানাগেছে, আজ বুধবার করোনা পরীক্ষার ৩২ ফলাফলের মধ্যে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ৮ জনের মধ্যে ২ জন ভারত ফেরত, ১ জন স্বাস্থকর্মী, বাকী ৫ জনের বাড়ি কুড়িপাইকা, মালদারপাড়া, চানপুর, রানীখার গ্রামে। আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
আখাউড়ায় করোনা রোগীর পরিমান হু হু করে বাড়ছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে করোনা আইন মেনে চলতে আহবান জানিয়েছেন আখাউড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স কর্তৃপক্ষ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com