ব্রেকিং

x

আখাউড়ায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

রবিবার, ২৮ জুন ২০২০ | ৫:০১ অপরাহ্ণ

আখাউড়ায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

আখাউড়ায় ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুরে প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে আখাউড়া উপজেলায় মোট ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


আরও পড়ুন: একই ঘরে থেকেও কোলের সন্তানকে আদর করছে না ইউএনও, মাকে না পেয়ে কাদছে রইফি


আজ রোববার ফলাফলে করোনায় আক্রান্তরা হল: আখাউড়া ইসলামী ব্যাংকের ইলিয়াছ মিয়া (২৭), শেখা আক্তার (২৬),  আখাউড়ায় নমুনা দেয়া বিজয়নগর ভুমি অফিসের তাজ উদ্দিনের স্ত্রী সালমা বেগম (৩৮) ও ভাই আজমল চৌধুরী (৫০), আখাউড়া উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী জুমন দাস (৩৩) ও তার স্ত্রী সীমা সরকার (২৮), লাল বাজারের মাসুম রানা (২৯)। আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!