আখাউড়ায় বেকার যুবকদের মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রোববার ৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা ইমরান আলী। প্রশিক্ষক দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া চিনাইর কারিগরি ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর নুরুল হক।
উপজেলা ইউডিএফ কর্মকর্তা ইমরান আলী জানান, আখাউড়া উপজেলার ২০ জন বেকার যুবক-যুবতিকে মোবাইল ফোন সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আজ রোববার থেকে টানা ৬দিন তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি আরো জানান, উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালার বাস্তবায়ন করবে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। সহায়তায় রয়েছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com