আখাউড়ায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় পৌরসভার নারায়নপুর বাইপাস সড়ক এলাকা থেকে গলায় দড়ি পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য এই বৃদ্ধের লাশ ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন এই বৃদ্ধ আত্মহত্যা করেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com