ব্রেকিং

x

আখাউড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | ১:৫৬ অপরাহ্ণ

akhauranews.com

আজ মঙ্গলবার আখাউড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।


আজ দিনের শুরুতেই বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী হয়। র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।


আখাউড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: নাজমুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, সমাজসেবা কর্মকর্তা আফসানা পারভীন, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

পরে সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন স্লোগানকে সামনে রেখে সকলের হাত পরিচ্ছন্ন রাখতে হাত ধোয়ানো হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!