ব্রেকিং

x

আখাউড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৬৪ বছরের বৃদ্ধ গ্রেফতার

শনিবার, ১০ মার্চ ২০১৮ | ৩:৪০ অপরাহ্ণ

আখাউড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৬৪ বছরের বৃদ্ধ গ্রেফতার

আজ শনিবার আখাউড়ায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আব্দুল মালেক (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য আজ ভোরে আখাউড়া পৌরসভা শহরের মসজিদ পাড়ায় অভিযান চালিয়ে ১৫৬ বোতল ফেনসিডিল ও ১০০ বোতল স্কাফ সিরাপসহ এই বৃদ্ধ ব্যক্তিকে আটক করে।


আজ  শনিবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দ্রন দেবনাথ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাদকসহ গ্রেফতারকৃত বৃদ্ধার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!