আখাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ মোক্তার হোসেন (৪৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ বৃহস্প্রতিবার সকাল ১০টায় আখাউড়া রাজাপুর সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া আজমপুর বিজিবি বিউপির সদস্যরা আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় ১০৮৪ পিস ইয়াবাসহ আখাউড়া আমোদাবাদ গ্রামের শহিদ মিয়ার পুত্র মোক্তার হোসেনকে আটক করে।
আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মোক্তার হোসেনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। তাকে আগামীকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com