ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আখাউড়ার ১০০ জন শিক্ষার্থীকে উপজেলা ডিজিটাল সেন্টারে এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে আজ বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। এতে প্রধান অতিখি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন ভূইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ডিজিটাল সেন্টারের অন্যতম পরিচালক শরিফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, সষ্টার সেবায় সৃষ্টির সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শাহজাদা খাদেম, উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাস্মদ আলী ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এন এস কবির পলাশ, সাংবাদিক হান্নান খাদেম ও জুটন বনিক। অনুষ্ঠান সঞ্জালনা করেন মোহাম্মদ রমজানুল ইসলাম।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com