আখাউড়ায় নিজ ঘরে দিক নির্দেশনা দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে আসমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পৌর এলাকার মসজিদ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আসমা মসজিদপাড়ার কামরুল ইসলামের স্ত্রী।
পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মিলি আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে কামরুল ইসলামের বসতঘরে বিদ্যুতের কাজ চলছিল। কামরুলের স্ত্রী আসমা ইলেকট্রিকশিয়ানদের কাজের দিক নির্দেশনা ও পরামর্শ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com