যথাযোগ্য মর্যাদায় আখাউড়া উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করতে প্রস্তুতি সভা হয়েছে। আজ মঙ্গলবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ছাড়াও আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৬ ডিসেম্বর আখাউড়ামুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সীদ্ধান্ত হয়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল ও আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক প্রমুখ।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন. বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ঠ দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এই দিনে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করবে। এবার নতুন কিছু সামাজিক সংগঠনকে যুক্ত করা বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com