ব্রেকিং

x

আখাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার, ০১ মার্চ ২০১৮ | ৫:১৯ অপরাহ্ণ

আখাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ

গত দুইদিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০১৮ উদযাপন শেষে আজ বৃহস্প্রতিবার পুরস্কার বিতরণ হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মুসলিম উদ্দিন।


উদযাপন কমিটির আহবায়ক উপজেলা সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা জানান, গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারী দুইদিন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহনে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০১৮ জাকজমকপূর্ণভাবে উদযাপন হয়েছে। মেলায় অংশগ্রহনকারী প্রতিযোগীদের মধ্যে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ, আখাউড়া নাছরীন নবী পাইল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় ও রাণীখার এস.এ হান্নান কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়সহ ৬টি স্কুল-কলেজকে পুরস্কার দেয়া হয়েছে। ১৮টি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগীতায় জেলা পর্যায়ে অংশ গ্রহনেরও সুযোগ পেয়েছে স্কুলগুলো।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!