আখাউড়া উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারী শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় দক্ষিন ইউনিয়নের নুরপুর গ্রাম থেকে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারকৃত শাহজাহানের বিরুদ্ধে ঢাকা ডেমরা, কুমিল্লা কোতয়ালী, আখাউড়া রেলওয়ে থানা ও আখাউড়া থানায় ৯টি মামলা রয়েছে। ডাকাতি, অস্ত্র, মলম, মাদক, পুলিশের উপর হামলার ঘটনাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে এই মামলাগুলো হয়। এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসাবে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেছেন, আগামীকাল গ্রেফতারকৃত শাহজাহান চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হবে।
তবে গ্রেফতারকৃত শাহজাহান চৌধুরীর ভাই ইলিয়াছ চৌধুরী বলেছেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার অধিকাংশ নিষ্পত্তি হয়েগেছে, যদি কোন মামলা থেকে থাকে তা থেকেও সে জামিনে মুক্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
গ্রেফতারকৃত শাহজাহান চৌধুরী আখাউড়া দক্ষিন ইউনিয়নের নুরপুর গ্রামের বাচ্চু চৌধুরীর ছেলে
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com