ব্রেকিং

x

আখাউড়ায় বাল্যবিয়ে পন্ড, কনের মাকে জরিমানা

রবিবার, ১২ জুলাই ২০২০ | ৪:১২ অপরাহ্ণ

আখাউড়ায় বাল্যবিয়ে পন্ড, কনের মাকে জরিমানা

আখাউড়ায় একটি বাল্য বিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় কনের মাকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ রোববার দুপুরে পৌরসভার খালাজুড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।


উপজেলা প্রশাসন জানায়, আজ রোববার পৌরসভার খালাজুড়া গ্রামের তাছলিমা আক্তারের অপ্রাপ্তবয়স্ক কন্যা সুচীকে পাশের গ্রাম মসজিদপাড়ার ব্রাজিল প্রবাসী জিয়া ইসলামের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে বিয়ে পন্ড করে দেন। এসময় কনের মা তাছলিমা আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৭ ধারা মোতাবেক তাকে আর্থিক জরিমানা করা হয়। প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত কন্যাকে বিয়ে দিবেনা মর্মে মুচলেকা নেয়া হয় তাছলিমা আক্তারের নিকট থেকে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!