আখাউড়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ি কমিটির সভাপতিসহ ৪ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে মোগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদেরকে জরিমানা করা হয়। পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।
জানাগেছে, আজ বিকালে আখাউড়া মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মোগড়া বাজার কমিটির সভাপতি মো: মিলন মিয়া সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় তাকেসহ আরো ৪ জন ব্যবসায়িকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের টাকা না দেওয়ায় মহিলার হাত ভেঙ্গে দিল মেম্বারের ছেলে
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৪টার পর দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও নাকেমুখে মাস্ক না পড়াসহ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় করোনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে বলেও জানাগেছে।
স্বাস্থ্য সুরক্ষায় সরকারী নিষেধাজ্ঞা মেনে চলতে আখাউড়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
আরও পড়ুন: আখাউড়ায় পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com