বাংলাদেশ-ভারত বানিজ্য উন্নয়নে আজ সোমবার দুপুরে আখাউড়ায় দুইদেশের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। আখাউড়া স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর, ইমিগ্রেশন, কাষ্টমস, বিজিবি, বিএসএফ ও উদ্ভিদ সংগনিরোধের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাসহ বন্দরের ব্যবসায়ি নেতৃবৃন্দরা অংশগ্রহন করে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ স্থলবন্দরের সচিব মো: আমিনুল ইসলাম এবং ভারত স্থলবন্দর ম্যানেজার শ্রী ডি নন্দী।
বাংলাদেশ স্থলবন্দরের সচিব মো: আমিনুল ইসলাম জানায়, বাংলাদেশ-ভারত বানিজ্য উন্নয়নে দু’দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সফল হয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে মাছসহ বিভিন্ন পন্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাধাসমুহ তুলে ধরা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করার বিষয়ে বাংলাদেশ-ভারত একমত হয়েছে।
এছাড়াও সীমান্তে দু’দেশের যাত্রী পারাপার ও ব্যবসায়িদের হয়রানীরোধে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বন্দরের ব্যবসায়িরা বৈঠকে দাবী করেছেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত প্রতিনিধিদলের ভারত ইমিগ্রেশনের ডিএসপি শ্রী প্রবীর পাল, বিএসএফ ১৭৯ ব্যাটালিয়নের সহকারী কমান্ডার বিপিন জেসওয়াল, কষ্টমস সুপার শ্রী এম বনিক, ইমিগ্রেশন ইনর্চাজ শ্রী দেবাশীষ বেনার্জি। বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন বিজিবির মেজর মাহবুব, উদ্ভিদ সংগনিরোধের সহকারী পরিচালক হাবিব উল্লাহ, কাষ্টমসের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, ডিএসবির ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান, ইমিগ্রেশন ইনর্চাজ আব্দুল হামিদ, রাজস্ব কর্মকর্তা মো: হারুনুর রশিদ, আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি নেতা মোবারক হোসেন ভুইয়া, আব্দুল ওহাব, মো: আক্তার হোসেন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com