আখাউড়ায় আজ বৃহস্প্রতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯টায় বিশাল এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়। আনন্দ শোভা যাত্রায় অন্যান্য সরকারী বেসরকারী অফিসের ন্যায় আখাউড়া সাব-রেজিস্ট্রি অফিসও অংশ গ্রহন করেছে। রঙিন ফেষ্টুন, ব্যানার ও পোষ্টার নিয়ে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আখাউড়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক, বিবাহ নিবন্ধনকারী, নকল নবীশ ও অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সাব-রেজিস্ট্রি অফিসের পক্ষে উৎসবমুখর এই বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রায় উপস্থিত ছিলেন অফিস সহকারী জিন্নাত জাহান, দলিল লিখক শরীফ আহাম্মদ ভুইয়া, সফিকুল ইসলাম, ওয়াহেদ হোসেন, হুমায়ুন কবীর, আবুল কাশেম, নুরুন্নবী ভুইয়া, আব্দুল হাফেজ, বাদল আহমেদ খান, নাছির উদ্দিন, মাহিন আব্দুল্লাহ, শ্যামল বেপারী, আব্দুল হান্নান, মনির হোসেন, জসিম সরকার, মঙ্গল মিয়া প্রমুখ। বিবাহ নিবন্ধকদের মধ্যে ছিলেন, কাজী কেফায়েত উল্লাহ মাহমুদী, আবুল কাশেম, গোলাম সামদানী, শেখ রায়হান, মো: কামাল উদ্দিন প্রমুখ। অফিস কর্মচারীদের মধ্যে ছিলেন, আব্দুল মোতালেব, স্মৃতিরানী দেব, সুচিত্রা রানী সাহা, জয়নাল আবেদীন, রোকসানা আক্তার, নাজমা আক্তার, আসমা আক্তার, অমল চন্দ্র দেব, আবুল কাশেম, সাদ্দাম হোসেন খাদেম, পলাশ প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com