আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের মধ্যে সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের তিন গ্রামে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
এসময় উপজেলা সহকারী কমিশনার নাজমুল হাসান, সমাজসেবা কর্মকর্তা আফসানা পারভীন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা তাপস চক্রবর্তী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন উপস্থিত ছিলেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, আখাউড়া মোগড়া ইউনিয়নের অপেক্ষাকৃত নিচু এলাকা সাহেবচর, দুর্জয়নগর ও হাওড়ানদী এলাকায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল, পেয়াজ ও তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com