আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ভারতীয় পাহাড়ি ঢলের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে সরকারের জিআর চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এ, কে, এম শরীফুল হক, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো: জালাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
চেয়ারম্যান জালাল উদ্দিন জানায়, সাম্প্রতিকালে ভারতীয় পাহাড়ি ঢলের পানি ও অতিবৃষ্টির বন্যায় ক্ষতিগ্রস্থ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে ২০ কেজি করে ৬ মেট্রিক টন চাউল বিতরণ হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com