আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করে দিলেন পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার আখাউড়া থানার অফিসার ইনর্চাজসহ পুলিশ সদস্যরা এই মেরামত কাজে অংশগ্রহন করে।
জানাগেছে, গত দুইদিনের প্রবল বর্ষন ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া দক্ষিণ ইউনিযনের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও ধলেশ্বর গ্রামের হাজারো মানুষের যোগযোগের প্রধান সড়কটি পানিতে তলিয়ে যায়। এসময় অতিরিক্ত পানির স্রোতে সড়কটি ভেঙ্গেচুরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বন্ধ হয়ে পড়ে মানুষের যোগাযোগ ব্যবস্থা। পরে আখাউড়া থানা পুলিশের অর্থায়নে পুলিশ সদস্যরা স্থানীয়দের নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সড়ক মেরামত কাজ শুরু করে। মেরামত কাজের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম প্রমুখ।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানান, গত দুইদিনের প্রবল বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে সড়কটি ভেঙ্গেচুরে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এতে এলাকাবাসীর যোগযোগ ব্যবস্থায় অচল পরিস্থিতি সৃষ্টি হয়। অপরাধ দমনে পুলিশের যাতায়াত ব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে তাই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নির্দেশে স্থানীয় লোকজনের সহায়তায় সড়কটি মেরামত করছি আমরা।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া জানান, সড়কটি মেরামত করে দিয়ে আখাউড়া পুলিশ বাহিনী একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। জনগণের সুবিধার্থে সড়কটি মেরামত করায় তিনি আখাউড়া থানার অফিসার ইনর্চাজসহ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com