ব্রেকিং

x

আখাউড়ায় বন্যার্তদের মধ্যে পুলিশ প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ

সোমবার, ১৫ জুলাই ২০১৯ | ৮:৫১ অপরাহ্ণ

আখাউড়ায় বন্যার্তদের মধ্যে পুলিশ প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ

আখাউড়ায় বন্যার্তদের সহযোগীতায় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পুলিশ প্রশাসন। আজ সন্ধ্যায় আখাউড়া দক্ষিণ ইউনিয়নের স্থলবন্দর এলাকায় পানিবন্ধি মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পুলিশ কর্মকর্তারা।


জানাগেছে, হাওড়ানদীর বাধ ভাঙ্গনে আজ সোমবার কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর, ভঙ্গের চর ও কেন্দুয়াই নামে ৫টি গ্রামের বিভিন্ন এলাকাসহ আখাউড়া উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়। অনেক মানুষ পানিবন্ধি হয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়ে। খবর পেয়ে আখাউড়া পুলিশ প্রশাসন আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ত্রাণ সামগ্রী নিয়ে আসে। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণ করবে বলে জানাগেছে।


আখাউড়া স্থলবন্দর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আখাউড়া-কসবা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাবেক সভাপতি সৈয়দ তানজিল শাহ তচ্ছন প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!