আখাউড়ায় বজ্রপাতে নিহত আব্দুর রহিমের পরিবারকে আর্থিক অনুদান দেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। আজ রোববার দুপুরে আখাউড়া থানায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে নগদ ১০ হাজার টাকা আব্দুর রহিমের পরিবারের হাতে তুলে দেয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার, উপজেলা প্রকল্প বাস্তবায়র কর্মকর্তা শ্যামল চক্রবর্তী, ওসি তদন্ত আরীফ আমিন, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য আজ রোববার সকালে উপজেলার দরুইন গ্রামে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রহিম নিহত হয়। আহত হয় আরো তিন শ্রমিক। নিহত আব্দুর রহিমের গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাম্বরু গ্রামে। এদিকে আখাউড়া থানা পুলিশ বজ্রপাতে নিহত আব্দুর রহিমের পরিবারকে নগদ ৯ হাজার ৮ শ টাকা আর্থিক সহায়তা দেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com