আখাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গামাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আখাউড়া পৌসভা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা। এই খেলায় পৌরসভার নাছরীন নবী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদেরকে পরাজিত করে রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে।
সকাল ১১টায় অনুষ্ঠিত হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের পৌরসভা পর্যায়ে মেয়েদের ফাইনাল খেলা। এই খেলায়ও নাছরীন নবী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে।
খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন সফিক আলেয়া। খেলা পরিচালনা করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেকের মিয়া।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com