ব্রেকিং

x

আখাউড়ায় ফোন পেয়ে রিক্সা চালকের বাড়িতে খাবার পৌছে দিলেন ছাত্রলীগ সভাপতি

সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | ১:১৯ অপরাহ্ণ

আখাউড়ায় ফোন পেয়ে রিক্সা চালকের বাড়িতে খাবার পৌছে দিলেন ছাত্রলীগ সভাপতি
akhauranews.com

করোনায় সরকারী ত্রাণ পায়নি আখাউড়া পৌরসভার শান্তিনগরের এক রিক্সা চালক। কয়েকবার পৌর কাউন্সিলরের নিকট গিয়েও ফেরত এসেছেন। পরে খাবারের জন্য জীবনের ঝুকি নিয়ে রিক্সা চালিয়ে তার সংসার চলছিল এতোদিন। গতকালকে রিক্সা চালাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের চাপে রিক্সা নিয়ে বাড়ি চলে আসেন তিনি। কাজ নেই, খবার নেই তার ঘরে।


খাবার সংকটে পড়ে এই রিক্সা চালক আজ সোমবার দুপুর অনুমান ১২টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলুকে কল করেন। সাথে সাথেই তার ঘরে খাবার পৌছে দিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি।


এ ব্যাপারে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন শাপলু জানায়, তার ব্যক্তিগত অর্থে কর্মহীন মানুষদের মধ্যে খাবার বিতরণ করছেন। খবর পেলে নিজেই তিনি খাবার পৌছে দিচ্ছেন।

তিনি আরো জানান, এই রিক্সা চালক ছাড়াও তিনি অনেক কর্মহীন মানুষকে খাবার পৌছে দিয়েছেন। এই কার্যক্রম তার অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!