ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করায় সরকারি কর্মচারি আটক
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করায় বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক সরকারি কর্মচারিকে আটক হয়েছে। তিনি হলেন, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারি ফিল্ড অ্যাসিসটেন্ট মো. মোবারক করিম। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুকের একটি স্ট্যাটাসে একদিকে খালেদা জিয়া ও অন্যদিকে সাপের ছবি দিয়ে লেখা হয় কে বেশি ভয়ংকর। ওই স্ট্যাটাসের কমেন্টস ঘরে আব্দুল করিম লেখেন ‘শেখ হাসিনা’। বিষয়টি জানার পর স্থানীয় লোকজন তাকে হাসপাতালের ভেতরেই আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার ও আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমিন সন্ধ্যায় জানান, হাসপাতাল থেকে তাকে আটক করে থানা হাজতে এনে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com