ব্রেকিং

x

আখাউড়ায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

শনিবার, ২৪ জুলাই ২০২১ | ৯:৩৪ অপরাহ্ণ

আখাউড়ায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি

আখাউড়ায় মহন মিয়া (২৫) নামে এক যুবক ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আজ শনিবার রাত ৮টায় আখাউড়া পৌরসভার টানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তাকদির খান খাদেম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত এই যুবক টানপাড়া গ্রামের মৃত জজ মিয়ার পুত্র।

কাউন্সিলর মোহাম্মদ তাকদিন খান খাদেম জানান, নিহত যুবকের মামা আলেক খা তাকে জানিয়েছেb, আজ রাত ৮টায় পরিবারের লোকজন তাদের টানপাড়াস্থ বাড়ির বসতঘরে ফাসিতে ঝুলানো অবস্থায় এই যুবককে উদ্ধার পরে আখাউড়া স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য পুলিশকে খবর দেয়া হয়েছে বলেও তিনি জানান। কোন কারণ ছাড়াই সে আত্মহত্যা করেছে বলে যুবকের মামা আলেক খা কাউন্সিলরকে জানিয়েছেন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!