ব্রেকিং

x

আখাউড়ায় প্রবাসীর ঘরে সিধ কেটে চুরি

শুক্রবার, ১৯ জুন ২০২০ | ৭:৪১ অপরাহ্ণ

আখাউড়ায় প্রবাসীর ঘরে সিধ কেটে চুরি

দ্বীন ইসলাম খান:
আখাউড়ায় এক প্রবাসীর বাড়িতে সিধ কেটে চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের প্রবাসী রুবেল আহমেদের ঘরে এই ঘটনা ঘটে।


প্রবাসীর পিতা মান্নান মিয়া জানায়, একদল চোর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার প্রবাসী ছেলের মাটির ঘরে সিধ কেটে ঘরে প্রবেশ। এসময় চোরের দল ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ৫৬ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৬ভরি স্বর্ণ, ৩টি বিদেশী কম্বল, ৩টি মোবাইল ফোন নিয়ে যায় বলে তিনি দাবী করেন।


আরও পড়ুন: কসবা এখন করোনা আক্রান্তের হটস্পট, আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা

আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী জানায়, এ ঘটনায় থানায় অভিযোগ হয়নি তবে লিখিত অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!