ব্রেকিং

x

আখাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ৯:১৭ অপরাহ্ণ

আখাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন
akhauranews.com

আখাউড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করেছে আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ ।


এ উপলক্ষ্যে আজ শনিবার সন্ধ্যায় সড়ক বাজারস্থ তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।


আজ সন্ধ্যায় শুরুতেই আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা হয়। এতে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়ার মাহফিল হয়। পরে আওয়ামীলীগ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে।

এদিকে সন্ধ্যায় আলোচনা সভা, দোয়ার মাহফিলসহ কেক কেটে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছে। এতে আখাউড়া উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তারা যোগদান করেন।

সাবেক আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জামশিদ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, আব্দুল সামাদ, খোরশেদ আলম, শহিদুল্লাহ, মতিউর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাখাওয়াত হোসেন স্বাধীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা আবুল বাশার, দ্বিপংকর ঘোষ নয়ন প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!