ব্রেকিং

x

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে

আখাউড়ায় প্রতিবন্ধী শিশুদের আনন্দ র‌্যালি

সোমবার, ০২ এপ্রিল ২০১৮ | ২:২১ অপরাহ্ণ

আখাউড়ায় প্রতিবন্ধী শিশুদের আনন্দ র‌্যালি
বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আখাউড়ায় প্রতিবন্ধী শিশুদের আনন্দ র‌্যালি

ak-1


১১ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে আনন্দ র‌্যালি বের হয়। প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এই র‌্যালির আয়োজন করে। বেলা ১১ টায় প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল,  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধার সম্পাদক এন এস কবির পলাশ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আখাউড়া প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী ভূইয়া,  সংগীত শিক্ষক আশারুল ইসলাম, প্রত্যাশীর সভাপতি আব্দুর রহমান বিল্লাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, কাজী লুবনা জাহান প্রমুখ। এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবন্ধী শিশুদের উন্নতমানের খাবার আপ্যায়ন করতে নগদ অর্থ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির হাতে তুলে দেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!