আজ বুধবার দুপুরে আখাউড়া প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন।
আখাউড়া প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: বিল্লাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, বিদ্যালয়ের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সংগীত শিক্ষক আসারুল ইসলাম ও রোমা ঘোষ প্রমুখ।
প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিল্লাল আহমেদ জানান, ১৮২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মধ্যে আজ নতুন বই বিতরণ হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com