আখাউড়ায় পৌরসভায় পূর্ণ দিবস কর্মবিরতি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ রোববার (২৮ জানুয়ারী) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময়ে আখাউড়া পৌরসভা কার্যালয়ে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনসহ সকল আর্থিক সুবিধা প্রদানের দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা এ কর্মবিরতি পালন করে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সভাপতি ও উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল জানান, আজ ২৮ জানুয়ারী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ২৯ ও ৩০ জানুয়ারী একই কর্মসূচী পালন করবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আমাদের দাবি আদায়ে আন্দোলনের সাথে একমত পোষণ করেছে পৌরসভার জনপ্রতিনিধিরা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com