ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীসহ আশেপাশের জলাশয়ে অভিযান চালিয়ে জব্দ করার প্রায় ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার ভোর থেকে এসব জাল জব্দ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে ভোর পাঁচটা থেকে উপজেলার তিতাস নদী, আড়িয়াজলা বিল, কৈৎুড়ি বিল ও কুড়িবন্ধ বিলে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্দ ঘনমশারি ও চট জাল জব্দ করা হয়। পরে নদীর তীরেই এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পরিমল তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা পরিমল তালুকদার, আনসার ভিডিপি কর্মকর্তঅ আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com