ব্রেকিং

x

আখাউড়ায় পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ একদিনে সর্বোচ্চ ১৭ জন করোনায় আক্রান্ত

বুধবার, ০১ জুলাই ২০২০ | ৪:৫৪ অপরাহ্ণ

আখাউড়ায় পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ একদিনে সর্বোচ্চ ১৭ জন করোনায় আক্রান্ত

বাদল আহাম্মদ খান:
আখাউড়ায় পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ একদিনে সর্বোচ্চ ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার দুপুরে প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে আখাউড়া উপজেলায় মোট ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


আজ বুধবার ফলাফলে করোনায় আক্রান্তরা হয়েছে  আখাউড়া ধরখার পুলিশ ফাড়ির পুলিশ সদস্য আরিফুল ইসলাম (৩০) মাঞ্জুর রহমান (২৭), রফিকুল ইসলাম (৪৯), মনিয়ন্দ হরিপুর গ্রামের মো: স্বপন মৃধা (২৩), ইসলামী ব্যাংকের তানজিলা নাছরীন (২৪), ছতুরাশরীফ গ্রামের একই পরিবারের জান্নাতুল হক (১১), জারা হক (৯), আয়রা হক (৩),  রেলওয়ে কলোনীর মনি বেগম (৫৬), বিআরডিবি অফিসের আব্দুল হাই (৪০), উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী এ্যাডভোকেট রাসেদুল ইসলাম (৩৮), ঘোলখার গ্রামের তন্নী আক্তার (২০), আজমপুর গ্রামের নিছারুল ইসলাম ভুইয়া (৫০), ইসলামী ব্যাংকের শাহাবুদ্দিন (৩২),  ব্রাকের আঞ্জু দেবনাথ (৩৫),  ছতুরাশরিফের শরীফ খন্দকার (২৬) দুর্জয়নগর গ্রামের জসিম উদ্দিন (৩৫)। আজকে আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।


আরও পড়ুন: আখাউড়ার ইউএনও রেইনার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!