আখাউড়ায় ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে তাদের করোনা রিপোর্ট পজিটিভি এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আজ মঙ্গলবার দুপুরে করোনা রিপোর্টের প্রাপ্ত ফলাফলে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে আখাউড়া থানার জাহাঙ্গীর ও সাইদুল হক নামে দুইজন পুলিশ সদস্য, আখাউড়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো: বশিরুল আলম (৩৬), আখাউড়া পৌরসভার বড় বাজারের আরাফাত (৪০), আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের আসাদুজ্জামান (৩৫), পৌরসভার দুর্গাপুর গ্রামের দুরশান্ত (৩০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে আপত্তিকর ছবি দেখে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা
আক্রান্তদের সবাইকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এনিয়ে আখাউড়া উপজেলায় করোনা আক্রান্তের পরিমান বেড়ে দাড়িয়েছে ৩৪ জনে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com