গতকাল বুধবার আখাউড়ায় সমাপনী পরীক্ষার প্রস্তুতি সভা হয়েছে। সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভা। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগমসহ কেন্দ্র সচিবরা এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে গুরুত্বপুর্ণ আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
সংশ্লিষ্টসুত্রে জানাগেছে, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ হাজার ৬০৬ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করবে। এর মধ্যে ৫৪টি প্রাথমিক বিদ্যালয়সহ ২৩৭টি কিন্ডার গার্ডেন স্কুল থেকে ৩৩৯০ জন ও ৯টি মাদ্রাসা থেকে ২১৬ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করবে। ১১টি কেন্দ্রে আগামী ১৮ই নভেম্বর থেকে ২৬ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com