গতকাল সোমবার আখাউড়া পল্লী বিদ্যুত জোনাল অফিসের মোগড়া সাব-স্টেশন পরীক্ষামূলক চালু করা হয়েছিল। গতকাল সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিবেক চন্দ্র উপস্থিত হয়ে এটি চালু করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত সমিতির জিএম প্রকৌশলী মো: শাহজাহান তালুকদার, আখাউড়া পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আবুল বাশার, মোগড়া ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত আরও ৮১ জন
আখাউড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল বাশার জানায়, গতকাল মোগড়া সাব-স্টেশন পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছিল। সমস্ত লাইনের উন্নয়ন কাজ শেষে এটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে। তিনি আরো বলেন, এটি চালু হলে মোগড়া ও মনিয়ন্দের বিদ্যুত সমস্যা থাকবে না।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় এক যুবককে হত্যা করা হয়েছে
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com