ব্রেকিং

x

আখাউড়ায় নিষ্ক্রিয় করা হলো উদ্ধার হওয়া মর্টার শেল

বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | ২:০৮ অপরাহ্ণ

আখাউড়ায় নিষ্ক্রিয় করা হলো উদ্ধার হওয়া মর্টার শেল
নিষ্ক্রিয় করার সময় মর্টাল সেলের বিস্ফোরণ

আখাউড়ায় উদ্ধার হওয়া মর্টার শেলটি আজ বৃহস্পতিবার নিষ্ক্রিয় করা হয়েছে। দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া হেলিপেড মাঠে শেলটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল।


১১ সদস্য বিশিষ্ঠ বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন কুমিল্লা সেনানিবাসের মেজর ফাহমিদা সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ আখাউড়া আব্দুল্লাহপুর মো: রিপন হোসেনের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ওজনের মর্টার শেলটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আখাউড়ায় করোনা ভালো হওয়ার পর মারা গেলেন ব্যবসায়ি

একাত্তরের মুক্তিযোদ্ধের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার নামে খ্যাত আখাউড়ায় মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের বারবার সম্মুখযুদ্ধ হয়েছিল। নিষ্ক্রিয় করা মর্টারটি যুদ্ধের সময় ওই এলাকায় ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে ধারণা করা হয়।

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!