জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আজ বৃহস্প্রতিবার রাতে মিছিল করেছে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠন। দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি’র পক্ষে শ্লোগান দেয়া হয়। আগামী নির্বাচনে মন্ত্রীকে জয়ী করার আহবান করা হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, নারী ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, যুবলীগ নেতা মো. মনির খান, আবু কাউছার ভূইয়া, আবু কাউছার, জুয়েল রানা, ছাত্রলীগ নেতা শাহবুদ্দিন বেগ শাপলু, শাখাওয়াত হোসেন নয়ন ও যুবরাজ শাহ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com