ব্রেকিং

x

আখাউড়ায় নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের মাঠ দিবস উদযাপন

বুধবার, ০২ অক্টোবর ২০১৯ | ১০:২০ অপরাহ্ণ

akhauranews.com

আখাউড়ায় পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ মৌসুমে স্থাপিত আইড়ল কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার স্থানীয় কর্নেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগমের সভাপতিত্বে  অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরীন শফিক আলেয়া, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর, স্থানীয়়় কর্নেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামীম ইকবাল ইয়ার হোসেন, আইপিএম স্কুলের শিক্ষার্থী মরিয়ম আক্তার, খসরু সরকার প্রমূখ।


এতে আইপিএম স্কুলের ২৫ জন ছাত্র- ছাত্রীসহ এলাকার শতাধিক লোক অংশগ্রহণ করে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন কবির।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!