আখাউড়ায় নিখোজ হওয়ার একদিন পর বিরু দাশ (৭৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় আখাউড়া বড়বাজার রেলব্রীজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিরু দাশ আখাউড়া খড়মপুর দাসপাড়া এলাকার বাসিন্দা।
আখাউড়া থানার এসআই তাজুল ইসলাম তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি গত রোববার থেকে নিখোজ ছিল, তাকে খোজে পেতে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে। তার শরীরে কোন জখম ছিলনা তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com